সুনামগঞ্জে বাজারের ইজারা নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের জাউয়াবাজারফাইল ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তাফা প্রথম আলোকে বলেন, আজ শনিবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারার আদেশ বলবৎ থাকবে।

১৪৪ ধারা জারির আদেশে বলা হয়েছে, এ সময় ওই এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যেকোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা এর বেশিসংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, জাউয়াবাজার সুনামগঞ্জের একটি ঐতিহ্যবাহী বাজার। সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে এটি অবস্থিত। বাজারটির নতুন বাংলা সনের ইজারা নিয়ে এলাকার দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছে। এক পক্ষে আছেন জাহাঙ্গীর আলম এবং অন্য পক্ষে আজির উদ্দিন। তাঁদের পেছনে আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন। দুই পক্ষই বাজারটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।