১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে কেব্ল নেটওয়ার্ককর্মীর মৃত্যু
রাজশাহীর বাগমারায় বিদ্যুতের তারে জড়িয়ে এক কেব্ল নেটওয়ার্ককর্মীর মৃত্যু হয়েছে। বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকার দেড় ঘণ্টা পর আফজাল হোসেন (৩০) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড় বিহানালী ইউনিয়নের বিলসুতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আফজাল হোসেন বাগমারার বড় বিহানালী ইউনিয়নের কুলিবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুস সাত্তার।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আফজাল হোসেন তাঁর এক সহকর্মীকে নিয়ে বিলসুতি এলাকায় কেব্ল নেটওয়ার্কের কাজ করছিলেন। বিলের মাঝখান দিয়ে যাওয়া বিদ্যুতের তারের নিচে কেব্ল নেটওয়ার্কের তার টানছিলেন তিনি। বিলবাড়ী এলাকায় একটি পোলে কাজ করার সময় মাথার ওপর থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন আফজাল হোসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোলের সঙ্গে ঝুলে যান।
স্থানীয় লোকজন আফজাল হোসেনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে পুলিশ ও বিদ্যুৎ বিভাগকে জানানো হয়। রাত আটটার দিকে পুলিশ, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বড় বিহানালী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি জানার পর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানিয়েছেন। আফজাল হোসেন একজন কসমেটিক দোকানি, পাশাপাশি কেব্ল নেটওয়ার্কে কাজ করতেন। অসাবধানতায় মৃত্যু হয়েছে তাঁর।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর বাগমারা আঞ্চলিক দপ্তরের মহাব্যবস্থাপক মিনারুল ইসলাম বলেন, তাঁদের ১১ হাজার ভোল্টের তারের নিচ দিয়ে ডিসের তার টানতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এটার কোনো বৈধতা নেই।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান জানান, আফজাল হোসেনকে মৃত অবস্থায় পোল থেকে উদ্ধার করা হয়েছে।