পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় শিশুসহ আটক ৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে শিশুসহ ছয় ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
গতকাল শুক্রবার সন্ধ্যার দহগ্রাম সীমান্ত থেকে তাঁদের আটক করেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের উপজেলার পানবাড়ি সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পি এম মামুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মৃত রতন ঘোষের ছেলে শ্রী মানিক ঘোষ (৩৭), তাঁর স্ত্রী পূজা সাহা (৩০), তাঁদের ১২ বছর ও ৩ বছর বয়সের দুই মেয়ে। একই এলাকার বাদল চন্দ্রের স্ত্রী কণিকা ঘোষ (৫০) ও উপজেলার দহগ্রাম ইউনিয়নের পাঙ্গেরটারী গ্রামের বাসিন্দা রহিদুল ইসলামের ছেলে বেলাল হোসেন (২৫)।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্তের আঙ্গোরপোতা গ্রাম সীমান্তের প্রধান পিলার ডিএমপি ১০/৫–এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ এলাকায় কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় দালাল চক্রের সদস্য স্থানীয় বেলাল হোসেনসহ ছয় ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করতে স্থানীয় দালাল বেলাল হোসেনের কাছে আসেন। পরে বিজিবি তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করে।
পাটগ্রাম থানার ওসি বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি অভিযোগ দিয়েছে। ওই অভিযোগের মামলা করার পর ওই ছয় ব্যক্তিকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।