জাহাঙ্গীরনগরের আবাসিক হল থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আত্মহত্যা
প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি হলের ৭০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘প্রাধ্যক্ষ আমাকে জানিয়েছেন, ওই ছাত্রী সহপাঠীর সঙ্গে মনোমালিন্যের জেরে তাঁকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন। তাঁর বাড়িতে খবর পাঠানো হয়েছে। লাশ হিমাগারে রাখা হবে। পরিবারের সদস্যরা এসে নিয়ে যাবেন।’

বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী বলেন, হলের ৭০০৫ নম্বর কক্ষে ওই ছাত্রী একাই ছিলেন। সহপাঠীর সঙ্গে মনোমালিন্যের জেরে তাঁকে ভিডিও কলে রেখে তিনি আত্মহত্যা করেন। তখন ওই সহপাঠী ছাত্রীর বান্ধবীদের কল করে বিষয়টি জানান। পরে দরজা ভেঙে কক্ষের ভেতরে ঢুকে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসককে আবাসিক হলে আনা হলে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন। এরপর সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়া থানা থেকে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।

হল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে আশুলিয়া থানা পুলিশ। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে
ছবি: প্রথম আলো

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশটি সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।