২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

১০ মিনিটেই শেষ হয় আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠান: হিরো আলম

আরাভ খান নামে দুবাইয়ের এই স্বর্ণ ব্যবসায়ী মূলত বাংলাদেশে পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলাম। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ
ছবি: সংগৃহীত

পুলিশ কর্মকর্তা খুনের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি আরাভ খান নামধারী রবিউল ইসলামের সোনার দোকান আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠান তড়িঘড়ি করে ১০ মিনিটে শেষ হয়। উদ্বোধনী মঞ্চ নির্মাণ করা হলেও সেখানে ওঠেননি ক্রিকেটার সাকিব আল হাসান। দর্শকদের উদ্দেশে কোনো বক্তব্য দেননি এই ক্রিকেটার।

গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে অবস্থিত ওই জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া বগুড়ার আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম শুক্রবার রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে এসব কথা বলেছেন।

দুবাই থেকে মুঠোফোনে হিরো আলম বলেন, অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, শিল্পী বেলাল খানসহ উপস্থিত অন্য তারকারা মঞ্চে ওঠেন এবং এক থেকে দুই মিনিট করে কথা বলেন। সংগীতশিল্পীরা এক লাইন করে গান গেয়ে শোনান। তবে অনুষ্ঠানে চিত্রনায়িকা দীঘিও কোনো পরিবেশনায় অংশ নেননি।

তারকাদের সঙ্গে গিয়েছেন হিরো আলমও। প্রথমবারের মতো দুবাইয়ে গিয়ে বুর্জ খলিফার সামনে ছবি তোলেন এই তারকা
ছবি: সংগৃহীত

ডিবি সূত্রে জানা গেছে, ‘আরাভ জুয়েলার্স’ নামের ওই প্রতিষ্ঠানের মালিক আরাভ খানের আসল নাম রবিউল ইসলাম। বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় তাঁর বাড়ি। তিনি সোহাগ মোল্লা, হৃদয় শেখ, আপন—এ রকম কয়েকটি নামে পরিচিত। ২০১৮ সালে ৭ জুলাই ঢাকায় পুলিশের একজন পরিদর্শক মামুন এমরান খান খুন হন। সেই খুনের আসামি হয়ে দেশ ছেড়েছিলেন তিনি।

ডিবি বলছে, দেশ থেকে পালিয়ে রবিউল ইসলাম প্রথমে ভারত যান। সেখানে আরাভ খান নামে পাসপোর্ট সংগ্রহ করে দুবাই চলে যান। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। রবিউলকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানিয়ে ডিবির প্রধান হারুন অর রশীদ বলেন, রবিউলের নামে ১২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া গেছে।

ডিবির প্রধানের মন্তব্যের পর গ্রেপ্তার আতঙ্কে উদ্বোধন অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে কি না, জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আরাভ খানকে নিয়ে দুবাইয়ে পুলিশ বা কারও মাথাব্যথা নেই। শুধু বাংলাদেশেই হইচই পড়েছে। কোনো আতঙ্কে নয়, সাকিব ভাই (সাকিব আল হাসান) এবং আমার ভক্তদের বেশি ভিড় হওয়ার কারণে মঞ্চে ওঠার মতো কোনো পরিবেশ ছিল না। এ কারণে সাকিব ভাই, দীঘিসহ অনেক তারকা মঞ্চে ওঠেননি। আমি মঞ্চে উঠে এক-দুই মিনিট কথা বলেছি। দেবাশীষ বিশ্বাস মঞ্চে উঠে খুবই সংক্ষিপ্ত সময়ে অনুষ্ঠান উপস্থাপনা শেষ করেছেন। বেলাল খানসহ সংগীতশিল্পীরা গানের এক লাইন করে গেয়ে শোনান। মানুষের ভিড়ের কারণে পুরো অনুষ্ঠান মাত্র ১০ মিনিটেই শেষ হয়েছে এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেছি।’

আরও পড়ুন

দুবাইয়ে তারকারা অন্য কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন কি না, জানতে চাইলে হিরো আলম বলেন, ‘ক্রিকেটার সাকিব ভাই (সাকিব আল হাসান) অন্য কোনো অনুষ্ঠানে যোগ দেননি। তিনি আরাভ জুয়েলার্স উদ্বোধন শেষে রাতেই দেশে ফেরেন। আমি পরদিন (বৃহস্পতিবার) সাকিব ভাইয়ের আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছি।’

হিরো আলম বলেন, ‘আরাভ খান পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যাসহ একাধিক মামলার আসামি, সেটা সাকিব ভাইসহ আমরা কেউ জানতাম না।’ পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, ‘আরাভ খানই যে পুলিশ কর্মকর্তা রবিউল হত্যা মামলার আসামি, সেটা কি আগে থেকে পুলিশ জানত? আরাভ খান কয়েক দিন আগ থেকে আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকার কথা জানিয়ে ফেসবুকে প্রচারণা চালাচ্ছিলেন। সাকিব ভাই, আমিসহ অনেকেই নিজেদের ফেসবুক পেজে অনুষ্ঠানে যাওয়ার কথা জানিয়ে প্রচারণা চালিয়েছি। পুলিশ যদি আগে থেকেই নিশ্চিত হয়ে থাকে, তাহলে বিষয়টি জানিয়ে নোটিশ করল না কেন? বাংলাদেশে যখন ছিলাম তখন পুলিশ কোথায় ছিল? ১৩ মার্চ আমরা দুবাই এসেছি। ১৪ মার্চ দেশে আরাভ খানকে নিয়ে শোরগোল পড়ে গেল? ১৫ মার্চ অনুষ্ঠান। তাহলে এর জন্য কি আমরা দায়ী?’

আরও পড়ুন
দুবাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন হিরো আলম
ছবি: সংগৃহীত

হিরো আলম বলেন, ‘আমরা কোনো অপরাধী নই। অপরাধীর পক্ষও নিইনি। আমরা বিনোদন তারকা। আমাদের জুয়েলারি দোকান উদ্বোধনের জন্য দাওয়াত দেওয়া হয়েছে, আমরা সম্মানীর বিনিময়ে দুবাই এসেছি। আরাভ খান অপরাধী হলে সাজা পাবেন। তাঁর সঙ্গে কোনো পূর্বপরিচয় ছিল না, তিনি খুনের মামলার আসামি, তা–ও জানা ছিল না।’

‘হিরো আলম ফাউন্ডেশন থেকে দুস্থদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণের জন্য অর্থ দরকার। এর মধ্যেই আরাভ খানের পক্ষ থেকে দুবাই সফরের আমন্ত্রণ আসে। সেখানে এটা আমার প্রথম সফর। সাকিব আল হাসান ছাড়াও বড় বড় তারকারা যাচ্ছেন। এ কারণে আরাভ খানের আমন্ত্রণে সাড়া দিয়েছি। এটা কেন আমার অপরাধ হবে’, জিজ্ঞাসা হিরো আলমের।