আদালতের নির্দেশে ৫ আগস্ট গুলিতে নিহতের লাশ তোলা হলো কবর থেকে
চট্টগ্রামের হাটহাজারীতে গত ৫ আগস্ট গুলিতে নিহত মো. জামাল মোল্লা (৪৮) নামের এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জামাল নিহত হওয়ার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে ৩১ আগস্ট ৬৫ জনের নাম উল্লেখ করে এবং ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেছিলেন। তবে ময়নাতদন্ত না করে দাফন করায় আদালত নিহতের লাশ কবর থেকে তোলার নির্দেশ দেন।
আজ মঙ্গলবার বিকেলে আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিনের উপস্থিতিতে উপজেলার কুলগাঁও জালালাবাদ এলাকা থেকে লাশটি উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম জেলা সদর হাসপাতালে পাঠায় থানা-পুলিশের একটি দল।
পুলিশ জানিয়েছে, ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাটহাজারী মডেল থানার উত্তর পাশে কাঁচাবাজার গলির সামনে চট্টগ্রাম নাজিরহাট সড়কের ওপর গুলিতে নিহত হন হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও অটোরিকশাচালক মো. জামাল মোল্লা। তিনি দুই সন্তানের জনক।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, ৫ আগস্ট সন্ধ্যায় জামাল গুলিতে নিহত হন। তখন ময়নাতদন্ত ছাড়া তাঁকে দাফন করা হয়। এরপর গত ৩১ আগস্ট এ ঘটনায় হত্যা মামলা হয়। ঘটনার তদন্তের অংশ হিসেবে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ওই ব্যক্তিকে কারা গুলি করেছিল তা নিয়ে তদন্ত করছে পুলিশের একটি দল।