জগন্নাথপুরে বেইলি সেতুর পাটাতন খুলে মহাসড়কের যান চলাচল বন্ধ

সুনামগঞ্জ জগন্নাথপুরের আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গের ওপর ঝুঁকিপূর্ণ বেইলি সেতুছবি: প্রথম আলো

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নলজুর নদের কাটাগাঙ্গের ওপর নির্মিত বেইলি সেতুর পাটাতন আবারও খুলে গেছে। এতে সেতু দিয়ে রাজধানীগামী বাসসহ যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ঝুঁকি নিয়ে কিছু অটোরিকশা চলছে।

আজ রোববার সকাল থেকে সেতুর পাটাতন খুলে যাওয়ায় ঝুঁকি এড়াতে পরিবহনশ্রমিকেরা সেখানে লাল কাপড় ঝুলিয়ে রেখেছেন।

সরেজমিন আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের এই সেতুতে দেখা গেছে, সেতুর পূর্ব পাড়ে চারটি পাটাতনের জোড়া খুলে ফাঁক হয়ে গেছে। একটি পাটাতন আরেকটির ওপর উঠে গেছে। সেতুর এক পাড়ে বড় পরিবহনের কয়েকটি গাড়ি দাঁড়িয়ে থাকলেও ঝুঁকি নিয়েই রানীগঞ্জ থেকে জগন্নাথপুরগামী কিছু অটোরিকশা চলাচল করছে।

ঘটনাস্থলে কথা হয় সিএনজিচালিত অটোরিকশার চালক নিশি দাসের সঙ্গে। তিনি বলেন, ‘এই সেতু পার হয়ে আমাদের রানীগঞ্জ, ইনাতগঞ্জসহ বিভিন্ন এলাকায় ভাড়ায় যাতায়াত করতে হয়। এ ছাড়া আউশকান্দি থেকে গাড়িতে গ্যাস ভরতে যেতে হয়। বিকল্প পথে চলাচল করতে হলে ৪০ কিলোমিটার ঘুরতে হবে। তাই ঝুঁকি নিয়েই সেতু পার হয়েছি।’

সুনামগঞ্জ থেকে ঢাকার দিকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের গাড়িচালক সুলতান মিয়া বলেন, ‘দূরত্ব কমায় গত নভেম্বর থেকে আমরা এই সড়ক ব্যবহার করছি। দুটি বেইলি সেতু আমাদের কষ্ট দিচ্ছে। কাটাগাঙ্গের সেতুতে রোববার যান চলাচল বন্ধ থাকায় রশিদপুর হয়ে ঘুরে যেতে হচ্ছে।’

এলাকাবাসী এবং সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে সিলেট বিভাগের দীর্ঘতম রানীগঞ্জ সেতুসহ সড়কের আটটি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে এই সড়ক দিয়ে সরাসরি রাজধানীর সঙ্গে যান চলাচল শুরু হয়। এর মাধ্যমে সুনামগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ৫২ কিলোমিটার কমেছে। তবে সড়কের ভবভমি ও কাটাগাঙ্গের ওপর দুটি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক দিয়ে প্রায়ই যান চলাচল বিঘ্নিত হয়।

জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের নেতা ছালিক আহমেদ পীর বলেন, আঞ্চলিক এ মহাসড়ক চালুর পর থেকে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে। বড় বড় পরিবহনের সব কোম্পানির বাস সার্ভিস ছাড়াও এ সড়ক দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য জগন্নাথপুর তথা জেলা শহরে আসছে। কাটাগাঙ্গের সেতুটি জোড়াতালি দিয়ে চালুর কারণে প্রায়ই যান চলাচল বিঘ্নিত হয়। দ্রুত নতুন সেতু নির্মাণ দরকার।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক প্রথম আলোকে বলেন, ‘কাটাগাঙ্গের সেতুটি নিয়ে বিব্রত বোধ করছি। কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। রোববার সেতুর পাটাতন খুলে যাওয়ার খবর পেয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।’