সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা একটার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইবাদুল হক (৫৫) বলিয়ানপুর গ্রামের আকবর সরদারের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ইবাদুল হকের মেয়ে ঝর্ণা খাতুন জানান, একই গ্রামের আকবর, ইউসুফ, আবদুল্লাহ, আজগর আলীদের সঙ্গে তাঁর বাবার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের সম্মতিতে আজ সকালে জমি মাপা শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে আকবর, ইউসুফ, আবদুল্লাহ ও আজগর উত্তেজিত হয়ে ইবাদুল হককে মারধর শুরু করেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অভিযুক্ত আবদুল্লাহ বলেন, তাঁরা ইবাদুলকে মারধর করেননি। তিনি আগে থেকে অসুস্থ ছিলেন। জরিপের এক পর্যায়ে কথা-কাটাকাটি হয়। এ সময় ইবাদুল হক অসুস্থ হয়ে পড়লে তাঁকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।