নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২৫

আজ শুক্রবার সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকার একটি স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

নরসিংদীর শিবপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ শুক্রবার সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকার একটি স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মনির হোসেন (২২)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার দুলাল হোসেনের ছেলে। নিহত মনির হোসেন নারায়ণগঞ্জের গাউসিয়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, আজ সকালে নারায়ণগঞ্জের ভূলতা-গাউছিয়া থেকে শ্রমিকবাহী একটি মিনিবাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে সিলেট থেকে যাত্রীবাহী একটি বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকার বৈশাখী স্পিনিং মিলের সামনে পৌঁছালে ওই বাস ও মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পেছন থেকে মুরগিবাহী একটি মিনিট্রাকও মিনিবাসটিকে ধাক্কা দেয়।

এতে শ্রমিকবাহী মিনিবাসটির সামনের ও পেছনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে অন্তত ২৬ জন আহত হন। উপস্থিত স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহত সব শ্রমিককে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার শিকার মনির হোসেনকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বিবেচনায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জানতে চাইলে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. কবির হোসেন জানান, নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।