নারায়ণগঞ্জে বিস্ফোরণ থেকে আগুনে ভবনের একাংশ ধসে নিহত ১
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে বিস্ফোরণ থেকে আগুন লেগে একটি পুরোনো দোতলা ভবনের একাংশ ধসে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শনিবার সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের আর কে দাস রোডে ইলিয়াস দেওয়ানের মালিকানাধীন ভবনে এ ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত ব্যক্তির নাম আওলাদ হোসেন (৪৫)। তিনি একজন শ্রমিক। আহত ব্যক্তিরা হলেন হোসেন, রবি, হজরত, জাহাঙ্গীর, সেন্টু, বিল্লাল, নাহিদ ও রাজন। আহত বাকি দুজনের নাম জানা যায়নি।
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের উপসহকারী পরিচালক ফখরুউদ্দিন প্রথম আলোকে বলেন, বিস্ফোরণে ভবনে আগুনে ধরে যায়। তাঁদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ভবনের ভেতরে গ্যাসের পাইপ আছে। ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে পুরোনো দোতলা ভবনের গোবিন্দ ভান্ডার ও রাজলক্ষ্মী ভান্ডার নামে পাইকারি দোকানে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ থেকে আগুন লেগে যায় এবং গোবিন্দ ভান্ডারের পেছনের অংশ ও ভবনের সামনের দোতলার বারান্দার রেলিং ধসে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মারা গেছেন একজন।
ঘটনাস্থল পরিদর্শনে এসে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রথম আলোকে বলেন, সকালে গদি খুলে বাতি দেওয়ার সময় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভবনটি ঝুঁকিপূর্ণ। আপাতত পুলিশ ও ফায়ার সার্ভিসের নির্দেশনা ছাড়া ভবনটির ভেতরে কেউ ঢুকতে পারবেন না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রথম আলোকে বলেন, সকালে গদি ঘর খোলার পর ধুপবাতি দেওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েক বছর আগে এ ভবনে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছিল। গদিঘরগুলোতে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই। ফলে ভেতরে গ্যাস জমে থাকে।