আমিনবাজারে অবৈধ সিসা তৈরির কারখানা ও ইটভাটায় অভিযান, ৫ জনকে সাজা
ঢাকার অদূরে সাভারের আমিনবাজার এলাকায় ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা তৈরির কারখানা ও ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় কারখানা সংশ্লিষ্ট ৩ জন ও ইটভাটার ২ জনকে আটকসহ তাঁদের আর্থিক জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আমিনবাজার ইউনিয়নের উত্তর কাউন্দিয়া এলাকায় সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার এ অভিযানে নেতৃত্ব দেন। এ ছাড়া সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূর, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে সাভার মডেল থানার পুলিশ।
ইউএনও মো. আবু বকর বলেন, অভিযানে ওই এলাকায় ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা তৈরির আটটি কারখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কারখানার কাজে নিয়োজিত তিনজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে আউয়াল হোসেনকে (৪০) তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারখানার হেলপার মো. সুজন (৩৮) ও মুক্তার হোসেন (৩৫) উভয়কে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় পাশের হোম ব্রিকস নামের ইটভাটায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইট প্রস্তুত কার্যক্রম পরিচালনা করায় ইটভাটার ব্যবস্থাপক জাকির হোসেন (৫০) ও অফিস সহকারী মুক্তার হোসেনকে (৫৫) পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।