এক বাস ধাক্কা দিয়ে ফেলে দিল, আরেকটি পিষে কেড়ে নিল প্রাণ

পিয়াস খান
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি ব্যানারের পরিবহনের একটি বাস ধাক্কা দিয়ে ফেলে দেয় এক যুবককে। পরে অপর সোলায়মান ব্যানারের একটি বাসের চাকা যুবকের পেটের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনায় সাভার হাইওয়ে থানার পুলিশ বাস দুটি জব্দ করেছে। সেলফি পরিবহনের চালককে আটক করা হলেও অপর বাসের চালক পালিয়ে যান।

নিহত পিয়াস খান (২৮) সাভারের পশ্চিম রাজাশন ডেল্টার মোড় এলাকার মৃত আবদুল আজিজ মিয়ার ছেলে। আটক সেলফি পরিবহনের চালক আলী আকবর (৫৪) মানিকগঞ্জের ঘিওর উপজেলার আবদুল মান্নানের ছেলে।

সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, সোমবার বেলা তিনটার দিকে সাভারে বিপণিবিতান রাজ্জাক প্লাজার সামনের ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী সার্ভিস লেনের সড়ক বিভাজক টপকে নিরবচ্ছিন্নভাবে গাড়ি চলাচলের লেনে আসেন পিয়াস খান। পিয়াস খান তাঁর দুলাভাইয়ের কাছ থেকে বাসার চাবি আনতে সড়কের অপর প্রান্তে যেতে চাচ্ছিলেন। তিনি সড়ক বিভাজক টপকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে ঝুঁকে পড়েন। এ সময় নিরবচ্ছিন্নভাবে গাড়ি চলাচলের লেনে আরিচাগামী সেলফি ব্যানারের একটি বাস তাঁকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি। পরে পেছনের সোলায়মান ব্যানারের একটি বাসের চাকার নিচে পিষ্ট হন। ধাওয়া দিয়ে প্রত্যক্ষদর্শীরা বাস দুটিকে আটক করেন। সোলায়মান ব্যানারের পরিবহনের চালক পালিয়ে গেলেও সেলফি ব্যানারের বাসের চালককে আটক করেন তাঁরা। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ বাস দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত পিয়াস খানের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। দুটি বাস জব্দসহ সেলফি পরিবহনের চালককে আটক করা হয়েছে।