মুন্সিগঞ্জে ট্রলির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত ৩
মুন্সিগঞ্জ সদর উপজেলায় বালুবাহী ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা–ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার হোগলাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আবদুল্লাহ এলাকার দাদন সরকার (৩২) ও তাঁর ছেলে হোনাইন সরকার (৩)। দাদন সরকারের স্ত্রী কুলসুম বেগমসহ (৩০) তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দাদন সরকার স্ত্রী ও ছেলেকে নিয়ে উপজেলার বাংলাবাজার এলাকা থেকে অটোরিকশায় করে মুন্সিগঞ্জ শহরের দিকে আসছিলেন। অটোরিকশায় আরও দুজন যাত্রী ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে অটোরিকশাটি হোগলাকান্দি এলাকায় পৌঁছায়। এ সময় সড়ক দিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা আহত হন। তাঁদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক দাদন সরকার ও তাঁর ছেলেকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কামাল প্রধান বলেন, দুপুর পৌনে ১২টার দিকে মৃত অবস্থায় দুজনসহ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মাসহ আরও তিনজন। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রলি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছে।