পরীক্ষা বর্জন করে ময়মনসিংহে সড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
পরীক্ষা বর্জন করে ময়মনসিংহে সড়ক অবরোধে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করেন তাঁরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিটের পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে চলমান মিড টার্ম পরীক্ষা বর্জন করে ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন তাঁরা। বেলা ১১টার দিকে ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে নগরের দীঘারকান্দা বাইপাস এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে দুপুর ১২টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ‘ডিপ্লোমা প্রকৌশল’ থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য) সব বিভাগীয় শহরগুলোয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শওকত হোসেন বলেন, এ–সংক্রান্ত রিটের রায় হয়েছে কি না, তা সঠিকভাবে না জেনেই সারা দেশে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ করেন। বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মামুনুর রহমান বলেন, ‘আজ সন্ধ্যার মধ্যে আমাদের সব দাবি মেনে নেওয়া হবে, এমন আশ্বাসে সড়ক থেকে সরে গেছি৷ দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’