টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে (৬৭) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় রাজধানী ঢাকার বাসাবো এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জাফর আহমদ টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদে রয়েছেন।
র্যাব জানায়, র্যাব-৩ ও র্যাব-১৫–এর যৌথ অভিযানে জাফর আহমদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১২টির বেশি মামলা রয়েছে। টেকনাফে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গত ৫ আগস্ট গুলি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ১৮ আগস্ট করা একটি মামলারও আসামি তিনি। এ ছাড়া ৫ আগস্ট টেকনাফে বিএনপি নেতাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালানোর ঘটনায় করা তিনটি মামলারও আসামি জাফর।
র্যাব কর্মকর্তারা বলেন, ২০২২ সালের ডিসেম্বরে ১ হাজার ২৭৫ জন মাদক কারবারিকে তালিকাভুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে টেকনাফের সাবেক সদস্য আবদুর রহমান বদির পাশাপাশি জাফর আহমদের নাম রয়েছে। জাফর এলাকায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।
একসময় পান বাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন জাফর। এরপর শ্রমিক নেতা পরিচয়ে চাঁদাবাজি করা ছিল জাফরের মূল পেশা। শুরুতে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে ইউপি সদস্য হন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। জেলা পরিষদের সদস্যও ছিলেন তিনি।
র্যাব-১৫–এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. কামরুজ্জামান বলেন, টেকনাফকে টানা ১৭ বছর মাদক, চোরাচালান, চাঁদাবাজি, অপহরণ ও হত্যার রাজ্যে পরিণত করেছিলেন সাবেক সংসদ সদস্য বদি। এই বদির অপরাধজগতের ‘ডানহাত’ বলা হয় জাফরকে। গ্রেপ্তার এড়াতে তিনি ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাঁকে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।