ফেনীর ফুলগাজীতে বাস উল্টে আহত ২০

ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শনিবার সকালে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফেনীর পরশুরাম থেকে স্থানীয় কিছু বাসিন্দা ঢাকায় সুন্নি জামায়াতের মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন। মাহফিল থেকে ফেরার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় অন্তত ২০ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিফ ইকবাল বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা পরশুরাম উপজেলার বাসিন্দা।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।