নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক (৫৫)। তিনি নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ছোট ডেরাহার গ্রামের বাসিন্দা। আবু বক্কর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে ওমরপুর বাজারের বাসস্ট্যান্ডে আসেন আবু বক্কর। সকাল ছয়টার দিকে তিনি যাত্রী তোলার জন্য ভ্যান নিয়ে মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে পার হচ্ছিলেন। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি অ্যাম্বুলেন্স ওই ভ্যানকে ধাক্কা দেয়। এতে আবু বক্কর মহাসড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্সের চালক কৌশলে পালিয়ে গেছেন। নিহত আবু বক্করের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।