আন্দোলনকারীদের তাড়া খেয়ে ক্যাম্পাস ছাড়লেন সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা

বিক্ষোভ মিছিল থেকে আন্দোলনকারীদের একটি অংশ মাদার বখ্শ হলের দিকে ধাওয়া করে এগিয়ে আসেন। আজ মঙ্গলবার বিকেলেছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের তাড়া খেয়ে ক্যাম্পাস ছেড়েছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্‌শ হলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গালিব ও তাঁর কয়েকজন সহযোগী মোটরসাইকেলে করে ক্যাম্পাস ত্যাগ করেন।

মোটরসাইকেলে চড়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ক্যাম্পাস থেকে পালানোর একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ভিডিওতে দেখা যায়, মাদার বখ্শ হলের সামনে কয়েকজন সহযোগী নিয়ে অবস্থান করছিলেন গালিব। এ সময় শহীদ কামারুজ্জামান হলের পাশ দিয়ে বিক্ষোভকারীদের একটি অংশ মাদার বখ্শ হলের দিকে ধাওয়া করে এগিয়ে আসেন। বিক্ষোভকারীদের দেখেই দ্রুত মোটরসাইকেলে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন আসাদুল্লা-হিল-গালিব।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি এবং সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্টের কক্ষ, ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের কক্ষসহ অন্তত ১০টি কক্ষে ভাঙচুর চালান। ভাঙচুরের একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ অন্তত ১৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

বিকেল পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করছিলেন।