ভৈরবে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে হারুন উর রশিদ (৩৫) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর রেলক্রসিংসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত হারুন উর রশিদ পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি শম্ভুপুর গ্রামের প্রয়াত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর হারুন শম্ভুপুর রেলক্রসিংসংলগ্ন একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় দোকানে আসেন একই এলাকার কফিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন। জসিম এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। চায়ের দোকানে জসিম ও হারুনের মধ্যে কথা হচ্ছিল। একপর্যায়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এ সময় জসিম পকেট থেকে ছুরি বের করে হারুনকে আঘাত করতে থাকেন। এতে হারুন মাটিতে লুটিয়ে পড়েন। এরপর জসিম ঘটনাস্থল ছেড়ে যান। স্থানীয় লোকজন হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, হারুনকে রক্তাক্ত অবস্থায় আনা হয়েছে। বুকের আঘাতটি ছিল গুরুতর। হাসপাতালে আনার আগেই হারুনের মৃত্যু হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শাহিন মিয়া বলেন, খবর পাওয়ার পর রাত আটটার দিকে হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।