রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজের’ ক্যাম্পাস রাউন্ড শুরু ১৭ জানুয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অষ্টমবারের মতো ‘শিক্ষার্থীদের নোবেল’খ্যাত ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’-এর ক্যাম্পাস রাউন্ড শুরু হতে যাচ্ছে। আগামী ১৭ জানুয়ারি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এটি শুরু হবে। প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম ৯ থেকে শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
রাজশাহী বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ ও ক্যারিয়ার কাউন্সেলিং ডেভেলপমেন্ট সেন্টারের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে হাল্ট প্রাইজের ক্যাম্পাস পরিচালক প্রান্ত বড়ুয়া বলেন, চারটি ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ধাপগুলো হলো অন ক্যাম্পাস রাউন্ড, রিজিওনাল সামিট, অ্যাকসেলেটর ও গ্লোবাল ফাইনাল। অন ক্যাম্পাস প্রোগ্রামে অংশ নেওয়া প্রতিটি দল চারটি ধাপে প্রতিযোগিতায় অংশ নেবে। ধাপগুলো হলো টিম ফরমেশন, অ্যাবস্ট্রাক্ট সাবমিশন, এলিভেটর পিচ, ফাইনাল প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর পর্ব।
প্রান্ত বড়ুয়া বলেন, অন ক্যাম্পাস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলের মধ্যে সেরা ৩০টি দল সেমিফাইনাল রাউন্ডে যাবে এবং সেখান থেকে ছয়টি দল ফাইনালের জন্য মনোনীত হবে। ছয়টি দলের মধ্যে সেরা তিনটি দল চূড়ান্ত বিজয়ী হিসেবে মনোনীত হবে। ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলগুলো পরবর্তী সময়ে রিজিওনাল সামিটে সুযোগ পাবে। এরপর সেখান থেকে বিজয়ী দলটি গ্লোবাল সামিটে অংশ নেবে। গ্লোবাল সামিটে চূড়ান্ত বিজয়ী দলটি তাদের ব্যবসায় উদ্যোগটি বাস্তবায়নের জন্য এক মিলিয়ন মার্কিন ডলার পাবে।
হাল্ট প্রাইজকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানের লক্ষ্যে টেকসই ব্যবসায় উদ্যোগ প্রদানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট এই প্রতিযোগিতার নাম দিয়েছে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’। প্রতিবছর বিশ্বের প্রায় ১২১টি দেশে ৩ হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠানে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল, এডুকেশন ফাস্ট ও ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের অংশীদারত্বে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।