নাটোরে ক্ষতিগ্রস্ত রেললাইনে চটের বস্তা গুঁজে ট্রেন চলাচল
নাটোরের বাগাতিপাড়ায় আজ বুধবার সকালে রেললাইনে জোড়া লাগানো অংশে চার ইঞ্চি ভেঙে যায়। আবদুলপুর-রাজশাহী রেললাইনে উপজেলার মাড়িয়া এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা সেখানে চটের বস্তা গুঁজে দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রাখেন। পরে দুপুরে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়।
আড়ানি রেলস্টেশন সূত্রে জানা যায়, লোকমানপুর রেলস্টেশন–সংলগ্ন মাড়িয়া এলাকায় রেললাইনের একটি জোড়া লাগানো অংশের প্রায় চার ইঞ্চি ভেঙে গিয়েছিল। আজ সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে। এ সময় পাবনা থেকে রাজশাহীগামী একটি কমিউটার ট্রেন আসছিল। স্থানীয় লোকজন বিষয়টি দেখার পর সংকেত দিয়ে ট্রেনটি থামিয়ে দেন। তাঁরা আড়ানি ও লোকমানপুর স্টেশনে বিষয়টি জানান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রেললাইনের ওই স্থানে চটের বস্তা গুঁজে দিয়ে ট্রেনগুলো ধীরগতিতে চালানো হয়।
আড়ানী রেলস্টেশনের মাস্টার আলমগীর হোসেন জানান, রেললাইন ভাঙার কারণে আড়ানী স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি আন্তনগর ট্রেন কিছু সময় থেমে ছিল। পরে ভাঙা স্থানে বস্তা গুঁজে দিয়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়।
রেলওয়ে পশ্চিামাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল আওয়াল ভুঁইয়া সাংবাদিকদের জানান, অনেক পুরনো হওয়ায় লাইনের কিছুটা ভেঙে গিয়ে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত রেললাইনের ওপর দিয়ে ধীরগতিতে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হয়েছিল। বেলা দেড়টা নাগাদ ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।