কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পর ব্যবসায়ীদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও কেনাবেচার ভাউচার (রশিদ) না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানার পর বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সফিপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার আহাম্মেদ বলেন, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফিরে যাচ্ছিলেন, তখন পেছন দিক থেকে ব্যবসায়ীরা বিক্ষোভ করে বলছিলেন ‘দুই দিন পরপর কিসের অভিযান?’ উত্তেজনা সৃষ্টির খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছুদিন ধরেই গাজীপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে সফিপুর বাজারে ভ্রাম্যামাণ আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। এ সময়ে কালিয়াকৈর থানা–পুলিশ ও ছাত্রসংগঠনের ১০-১২ জন সদস্য সঙ্গে ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে বাজারের ব্যবসায়ী আরিফ হোসেন ও রাজু মিয়ার দোকানে আদালত মালামাল কেনাবেচার ভাউচার দেখতে চান। কিন্তু তাঁরা দেখাতে না পারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময়ে ব্যবসায়ী আরিফ ও রাজুর নেতৃত্বে আশপাশের ব্যবসায়ীরা আদালতের ওপর হামলা চালান এবং বিক্ষোভ প্রদর্শন করে ভীতিকর অবস্থার সৃষ্টি করেন।
খবর পেয়ে ইউএনও মো. কাউছার আহাম্মেদ অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে সফিপুর বাজারে এলে হামলাকারীরা পালিয়ে যান। এদিকে ছাত্রদের সঙ্গে উত্তেজনা অবস্থা সৃষ্টি হওয়ায় বিকেল চারটার দিকে শিক্ষার্থীরা সফিপুর বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যান। তবে সরকারি কাজে যাঁরা বাধা প্রদান করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।