পুলিশ ফাঁড়িতে হামলা, অগ্নিসংযোগের মামলায় চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার দেবাশীষ পালছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বন্দর থানার মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় নগর যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম দেবাশীষ পাল। তিনি নগর যুবলীগের সহসভাপতি।

আজ বৃহস্পতিবার নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বন্দর থানা-পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দিন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মাইলের মাথা থেকে দেবাশীষ পালকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকারের পতন হলে গত ৭ আগস্ট বন্দর থানার মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় দেবাশীষ পালকে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।