সুগন্ধা নদীতে নৌকাডুবি: নিখোঁজ শিশুর লাশ তিন দিন পর উদ্ধার

রায়হান মল্লিকছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু রায়হান মল্লিকের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টায় নলছিটির দপদপিয়া লঞ্চঘাট এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।

খবর পেয়ে শিশুটির বাবা মোহাম্মদ আলী মল্লিক এসে লাশ শনাক্ত করেন। গত মঙ্গলবার ভোরে ঝালকাঠি নলছিটির গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি মিতাল-৫–এর ধাক্কায় নৌকা ডুবে রায়হান নিখোঁজ হয়। প্রতিবেশী জেলে বিপ্লবের সঙ্গে সে মাছ ধরা দেখতে গিয়েছিল। লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার পর বিপ্লব নদী সাঁতরে অন্য নৌকায় ওঠেন। তবে নিখোঁজ হয় রায়হান।

আরও পড়ুন

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।