রাঙামাটির বাঘাইছড়ির দাড়িপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল বুধবার সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার শিজকছড়া-উদয়পুর সড়কের সাজেক ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদয়পুর সীমান্ত সড়কের কাজ করার জন্য গতকাল খাগড়াছড়ির দীঘিনালা থেকে মিনি ট্রাকে করে ১৫ জন শ্রমিক যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে ট্রাকটি দাড়িপাড়া এলাকার ৯০ ডিগ্রি পাহাড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
এ সময় ট্রাক থেকে ছিটকে পড়ে ও ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান চারজন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তবে তাঁরা সবাই গাজীপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, সাজেকে সড়ক দুর্ঘটনায় ৯ শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। নিহত শ্রমিকদের পাঁচজনের মরদেহ সাজেক থানায় আর চারজনের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রয়েছে।
সাত জেলায় ৮ জন নিহত
এদিকে সাত জেলায় সড়ক দুর্ঘটনায় আরও আটজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত একটা থেকে গতকাল বেলা দুইটা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়ের বোদা পৌরসভার বোদা-দেবীগঞ্জ সড়কের খাটোপাড়া-কাঁঠালতলী এলাকায় গতকাল সাড়ে আটটার দিকে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন ট্রাক্টরের চালক জাহিদ ইসলাম (১৯) ও পথচারী নুরজাহান বেগম (৬০)। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বগুড়ার ধুনটের ধুনট-সোনাহাটা পাকা সড়কের থানাপাড়া এলাকায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। নিহত জুলফিকার আলী ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
রাজশাহী নগরের চৌদ্দপায় ধান গবেষণা কেন্দ্রের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে গতকাল বেলা ১১টার দিকে বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সাদ্দাম হোসেন (৪০) ওই এলাকার বাসিন্দা।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-আমিরাবাদ-কচুয়া সড়কের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে গতকাল বেলা একটার দিকে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মো. হানিফ (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের বাসিন্দা।
নাটোরের লালপুর উপজেলার বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর গ্রামে গতকাল বেলা দুইটার দিকে ট্রাকের পেছনে ধাক্কা লেগে নিহত হন অটোরিকশাচালক নাজিমুদ্দিন (৩০)।
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় গতকাল ভোর পাঁচটার দিকে বাস উল্টে গোলাম রহমান শিকদার (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ যাত্রী।
নেত্রকোনার মদন উপজেলার মদন-খালিয়াজুরি সড়কের সরকারি কলেজ মোড় এলাকায় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ট্রাকের চাপায় রকি মিয়া (২১) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।