বগুড়া কারাগার থেকে চার কয়েদি পালানোর ঘটনায় জেলারকে রাজশাহীতে বদলি

বিছানার চাদর গিঁট দিয়ে রশি হিসেবে ব্যবহার করে বগুড়া কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিছবি: প্রথম আলো

বগুড়া জেলা কারাগারের জাফলং সেলের ২ নম্বর ওয়ার্ডের (কনডেম সেল) ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর ঘটনায় জেলার মোহাম্মদ ফরিদুল ইসলামকে রাজশাহীতে বদলি করা হয়েছে। আজ সোমবার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক এই বদলির আদেশে স্বাক্ষর করেন। পৃথক আরেকটি আদেশে রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফকে বগুড়া জেলা কারাগারের জেলার হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

আইজি প্রিজন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমানকে কারা উপ-মহাপরিদর্শকের দপ্তর, রাজশাহী বিভাগে উপ-তত্ত্বাবধায়ক হিসেবে বদলি করা হয়েছে। বদলির কারণ হিসেবে বলা হয়েছে, প্রশাসনিক কারণে এ বদলি করা হয়েছে।

বগুড়া কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন সোমবার রাতে প্রথম আলোকে এই বদলির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইজি প্রিজন স্বাক্ষরিত বদলির আদেশ আজ সোমবার ই-মেইলে পেয়েছেন। এ নিয়ে একজনকে বদলি, সাতজনকে সাময়িক বরখাস্ত এবং একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

বগুড়া জেলা কারাগারের ছাদ ছিদ্র করে গত মঙ্গলবার দিবাগত রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যান। পরে স্থানীয় জনতা কারাগারের অদূরে একটি সেতুর নিচ থেকে চারজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুন
আরও পড়ুন