শ্রীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী রুমানা আলী ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন
ছবি: সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক) আসনের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি তাঁদের পৃথকভাবে এ নোটিশ দিয়েছে। ১৭ ডিসেম্বর তাঁদের সশরীর হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নোটিশ পাওয়া দুই প্রার্থী হলেন গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সংরক্ষিত নারী সংসদ সদস্য রুমানা আলী ওরফে টুসি এবং অপরজন স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন ওরফে সবুজ।

আরও পড়ুন

গাজীপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও গাজীপুর তৃতীয় আদালতের সিনিয়র সহকারী জজ মো. জাকির হোসাইন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, আওয়ামী লীগ মনোনীত রুমানা আলী গতকাল বৃহস্পতিবার নির্বাচনী এলাকার গাজীপুর ইউনিয়নের ধনুয়া হাজী বাজারে সভার মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। এ ছাড়া নির্বাচনী এলাকার অন্যান্য জায়গায় বিভিন্ন সময় তিনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালাচ্ছেন। আরেকটি নোটিশে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন বৃহস্পতিবার বেলা তিনটায় শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি বলেন, ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় মোহাম্মদ ইকবাল হোসেন অথবা তাঁর মনোনীত প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সশরীর উপস্থিত হয়ে কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া রুমানা আলীকে অথবা তাঁর মনোনীত প্রতিনিধিকে একই দিন বেলা তিনটায় সশরীর উপস্থিত হয়ে কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ করা হয়েছে।