খাগড়াছড়িতে নারী শিক্ষক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

খাগড়াছড়িতে শিক্ষক এশা ত্রিপুরা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে আজ বুধবার মানববন্ধন হয়েছে। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
ছবি: প্রথম আলো

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এশা ত্রিপুরার (৩৭) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আদালত সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, সদর মহিলা লীগের সভাপতি সুইচিং থুই মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সাবেক সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, স্কুলশিক্ষক এশা ত্রিপুরা নবীনার হত্যাকারী যে–ই হোক না কেন, সঠিক তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। পরে সুষ্ঠু তদন্ত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দেওয়া হয়।

গত শুক্রবার ভোরে জেলা শহরের মহাজনপাড়ায় ভাড়া বাসা থেকে এশা ত্রিপুরার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এশা ত্রিপুরার ছোট ভাই খোকা রঞ্জন ত্রিপুরা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ তাঁর স্বামী উদ্দীপন ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনার এশা ত্রিপুরার স্বামী উদ্দীপন ত্রিপুরা রিমান্ডে রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।