সিরাজদিখানে সড়কে গাছ ফেলে ডাকাতি, হামলায় আহত ২
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সড়কের ওপর কলাগাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস এলাকার সড়কে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। তাঁরা হলেন লক্ষ্মীবিলাস এলাকার বাসিন্দা খগেন মণ্ডল (৫৫) ও নিরঞ্জন মণ্ডল (৬০)।
কেয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য অমল কুমার মণ্ডল বলেন, লক্ষ্মীবিলাস এলাকার কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দিরের কীর্তন অনুষ্ঠানের বাজার করতে আজ ভোররাতে খগেন মণ্ডল, নিরঞ্জন মণ্ডলসহ পাঁচজন একটি লেগুনা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। লেগুনাটি বাড়ির সামনে থেকে কিছু দূর এগোলে সড়কের ওপরে কলাগাছ দেখতে পান তাঁরা। লেগুনা থামিয়ে কলাগাছ সরাতে গেলে কয়েকজন মুখোশপরা ডাকাত চাপাতি, বঁটি ও দা নিয়ে তাঁদের জিম্মি করে। তাঁদের সঙ্গে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা। এ সময় খগেন মণ্ডলকে চাপাতি দিয়ে কুপিয়ে ও নিরঞ্জন মণ্ডলকে পিটিয়ে আহত করা হয়। খগেন প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে আছেন।
আহত খগেন মণ্ডল বলেন, ‘ডাকাতেরা তিন–চারজন ছিল। প্রথমে আমাদের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। পরে আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়। ৭০ হাজার টাকার মতো আমাদের কাছ থেকে নিয়ে যায়।’
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, ডাকাতি হয়নি। তবে কয়েকজন লোক তাঁদের আটক করে টাকা পয়সা নিয়ে গেছেন।