শহীদ আবু সাঈদের বাবাকে ঢাকার সিএমএইচে ভর্তি

আবু সাঈদের বাবা মকবুল হোসেনছবি: প্রথম আলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তাঁকে সিএমএইচের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁর বাবা মকবুল হোসেন চার দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। সেখানে গত সোমবার রাতে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তাঁর বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে।

গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, মকবুল হোসেনের নানা জটিলতা দেখা দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তাঁর গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন অনেক মানুষ, এতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

গত ২৮ নভেম্বর আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।