ডেকে এনে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, দুজন আটক

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী থেকে মুঠোফোনে আনোয়ারা উপজেলায় ডেকে এনে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইলিয়াছ (৩২)। তিনি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের আবদুল আলীমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাত তিনটার সময় রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের ফকিরহাট এলাকায় বিষক্রিয়ায় আক্রান্ত ইলিয়াছকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ওই সময় উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর পুলিশ মো. খোরশেদ (৩০) ও জান্নাতুল মাওয়া (২৮) নামের দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা সম্পর্কে ভাই-বোন।

নিহত ইলিয়াছের পরিবারের দাবি, বছরখানেক আগে বাইঘ্যার ঘাট এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন ইলিয়াছ। ওই সময় সেখানকার জান্নাতুল মাওয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হলে স্থানীয় লোকজন তাঁকে চাকরিচ্যুত করেন। এরপরও ইলিয়াছের সঙ্গে ওই নারীর যোগাযোগ ছিল। এর জেরেই ইলিয়াছকে ডেকে এনে খুন করা হয়।

ইলিয়াছের ছোট ভাই মো. ইউসুফ বলেন, ‘আমার ভাইকে বুধবার মুঠোফোনে কল ও এসএমএস দিয়ে ডেকে এনে বিষ খাইয়ে খুন করা হয়েছে। এ ঘটনায় আমরা মামলা করব।’ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে এবং লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।