ত্রিশালে সাবেক এমপি আনিসুজ্জামানসহ ৮১ জনের নামে মামলা
ময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম আনিসুজ্জামানসহ ৮১ জনের নামে মামলা হয়েছে।
গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এই মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২৫০ জনকে।
ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেছেন।
কাজী মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে অতর্কিত হামলা চালানো হয়। সেদিন ২০ থেকে ২৫ জনের মতো আহত হয়। এর মধ্যে বেশ কয়েজন গুলিবিদ্ধ হয়। তার সঠিক সংখ্যা জানা নেই। জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, আন্দোলনকারীদের ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রেকর্ডভুক্ত হয়েছে। সোমবার লিখিত আবেদন পাওয়ার পর রাতেই মামলাটি নথিভুক্ত হয়। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।