বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে মামলার আলামত-নথি
বগুড়া জেলা প্রসাশকের কার্যালয়ের নিচতলার বারান্দায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বিভিন্ন মামলার জব্দ করা আলামত ও নথিপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম ফটকের পাশে বারান্দায় বিভিন্ন মামলার জব্দ করা আলামত ও নথিপত্র সংরক্ষণ করা হয়েছিল। গতকাল রাত সোয়া আটটার পর সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার বারান্দায় কিছু কাগজপত্র ও জব্দ করা আলামত রাখা হয়েছিল। সেগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন বেশি নয়। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে জানা যাবে।’
জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জব্দ করা বিভিন্ন মালামাল ও আলামত কার্যালয়ের বারান্দায় রাখা হয়েছিল। আগুনে এসব আলামত পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে।