সিলেটে ছাত্রলীগ কর্মী খুনের মামলায় কাউন্সিলর কারাগারে

সিলেট জেলার মানচিত্র

সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ খুনের মামলায় সিলেট সি‌টি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদের জা‌মিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সগির আহমদ এ আদেশ দেন। হিরণ মাহমুদ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপ‌তি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ নভেম্বর রাত ১২টায় নগরের বালুচর এলাকায় ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ (১৯) খুন হন। আরিফ জেলা ছাত্রলীগের বর্তমান সভাপ‌তি নাজমুল ইসলামের কর্মী ছিলেন। তিনি টিলাগড় এলাকার স্টেট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তাঁর বাবা ফটিক মিয়া অটোরিকশা চালান, মা আঁখি বেগম বালুচর এলাকার রাজা মিয়ার কলোনিতে রান্নার কাজ করে সংসার চালান।

এ ঘটনায় নিহত ছাত্রের মা আঁখি বেগম বাদী হয়ে হত্যাকাণ্ডের দুই দিন পর ২২ নভেম্বর সিলেট ‌বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন। মামলায় হিরণ মাহমুদসহ ১০ জনের নাম উল্লেখ করেন তিনি। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও পাঁচজনকে। মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।