ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্যসহ আহত ২
নওগাঁর ধামইরহাট উপজেলা সীমান্তে টহলরত অবস্থায় চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী বস্তাবর শাখাহাটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন বিজিবি ১৪ ব্যাটালিয়নের (পত্নীতলা) ধামইরহাট বস্তাবর সীমান্ত চৌকির অধিনায়ক নায়েক সুবেদার মজিবর হোসেন (৫০) ও বিজিবির সোর্স তারেক রহমান (২৮)। আহত মজিবর হোসেনকে রাতেই হেলিকপ্টারে করে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অপর যুবক তারেকুর বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর নওগাঁ জেলা পুলিশের পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন বলেন, বস্তাবর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন বৃহস্পতিবার রাতে শাখাহাটি বাজার এলাকায় টহল দিচ্ছিলেন। রাত তিনটার দিকে চোরাকারবারিরা মজিবর হোসেন ও তারেক রহমানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। দুজনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য ক্যাম্প কমান্ডারকে ঢাকায় এবং আহত অপর ব্যক্তিকে রাজশাহীতে পাঠানো হয়। তিনি আরও বলেন, ‘আমরা সম্পূর্ণ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।’