যেদিন সবাই ভাত খেতে পারবে, সেই দিনই হবে বিজয়: আ স ম আবদুর রব

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে আজ সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রবছবি: প্রথম আলো

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিজয় এখনো হয়নি। যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেই দিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে আ স ম আবদুর রব এ কথা বলেন। এ সময় জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, উপস্থিত ছিলেন।

আ স ম আবদুর রব বলেন, ‘কৃষক-শ্রমিক-জনতা, সব শ্রমজীবী–পেশাজীবী মানুষ যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করেছিল চাকরির জন্য সংস্কার, সেটি হলো রাষ্ট্রসংস্কার। এখন এটা যদি কার্যকর হয়, তাহলে ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না, বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে এলে ১৮ কোটি মানুষ একসঙ্গে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারও তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করিনি।’

সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এমন এক প্রশ্নের জবাবে আবদুর রব বলেন, ‘আবু সাঈদ কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? নির্বাচন আমরা অবশ্যই চাই। তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এ দেশের মানুষ সংস্কার চায়।’

স্বাধীনতার পর এখনো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, বুদ্ধিজীবীদের তালিকা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আবদুর রব। তিনি আরও বলেন, ‘এত বছর হইছে, এখনো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, বুদ্ধিজীবীদের তালিকা হয়নি। আমাদের প্রকৃত বিজয় হয়নি এখনো।’