সৌদি আরব থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার ফেনী পৌরসভা কাউন্সিলর খালেদ
ফেনীতে জুলাই অভ্যুত্থানে গত ৪ আগস্ট ছাত্র হত্যা মামলার পলাতক আসামি ও ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর খালেদ খানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ফেনীর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার দুপুরে সৌদি আরব থেকে ঢাকা ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা-পুলিশ।
গ্রেপ্তার খালেদ খান ফেনী শহরের ১০ নম্বর ওয়ার্ড পাঠানবাড়ি এলাকার সেলিম খানের ছেলে। পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকার শিক্ষার্থী ওয়াকিল আহমেদ। ওই ঘটনায় তাঁর মা মাহফুজা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ওই মামলার ১৩০ নম্বর আসামি সাবেক কাউন্সিলর খালেদ খান।
সরকার পরিবর্তনের পর সৌদি আরব যান খালেদ খান। সোমবার দুপুরে তিনি সৌদি আরব থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর ফেনী পুলিশের একটি দল আজ মঙ্গলবার ভোরে তাঁকে ফেনী থানায় নিয়ে আসে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে আসামি খালেদ খানের বিরুদ্ধে একটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলার তথ্য পাওয়া গেছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, গ্রেপ্তার খালেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।