বরিশালে সড়কের পাশে থামিয়ে রাখা বাসে আগুন

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল নগরের কাশিপুর এলাকায় একটি বাসে গতকাল শনিবার রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা
ছবি: প্রথম আলো

বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধ শুরুর আগে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে থামানো একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় নগরের কাশিপুর এলাকায় ভারতীয় ভিসা সেন্টারের পাশে এ ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের ও বাইরে অংশের ব্যাপক ক্ষতি হয়।

বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বাহাউদ্দিন জানান, শনিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা যুবকেরা বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় সড়কের পাশে থামিয়ে রাখা মা এন্টারপ্রাইজের একটি বাসে অগ্নিসংযোগ করে। এ সময় তাঁরা বাসের জানালা ও সামনের গ্লাস ভাঙচুর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে বাসে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান জানান, অবরোধের সমর্থনে রোববার সকালে মহানগর বিএনপির সদস্য আফরোজা খানমের নেতৃত্বে নগরের সিঅ্যান্ডবি রোডে মিছিল হয়েছে। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করা হয়। এ ছাড়া শনিবার রাতে নগরের সাগরদী আলীয়া মাদ্রাসার সামনে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেছে।

রোববার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, বরিশাল নগরে অবরোধের খুব একটা প্রভাব নেই। সড়কে বিভিন্ন যানবাহনের চলাচলও স্বাভাবিক দেখা গেছে।