নিখোঁজের ৩৮ ঘণ্টা পর পদ্মা নদীতে ভেসে উঠল মাদ্রাসাছাত্রের লাশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে নিখোঁজের প্রায় ৩৮ ঘণ্টা পর জুবায়ের হাসান (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে দৌলতদিয়া এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা কর্তৃপক্ষ। খবর পেয়ে আইনগত কার্যক্রম শুরু করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।
জুবায়ের রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের বাসিন্দা ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার আঞ্জুমান-ই-কাদরীয়া মাদ্রাসাতু সাব-ইল হাসান নামের একটি প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির আবাসিক ছাত্র ছিল। গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে খেলাধুলা শেষে সহপাঠীদের সঙ্গে মাদ্রাসাসংলগ্ন পদ্মা নদীর দৌলতদিয়া লঞ্চঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় জুবায়ের।
মাদ্রাসার সুপার লুৎফর রহমান বলেন, আজ সকাল ছয়টার দিকে স্থানীয় এক জেলে জুবায়েরের লাশ ভেসে উঠতে দেখে মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর পাঠান। পরে লাশটি উদ্ধার করে মাদ্রাসার মাঠে এনে রাখা হয়। খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।
লুৎফর রহমান আরও বলেন, ‘জুবায়ের হাসানের পরিবার ও আমরা বিনা ময়নাতদন্তে দাফনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন নিয়ে যাচ্ছি। আবেদন মঞ্জুর হলেই জুমার নামাজ শেষে মাদ্রাসা মাঠে জুবায়েরের জানাজা হবে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর ও দাফন করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এমরান মাহমুদ তুহিন জানান, ‘অসতর্কতার কারণে দুর্ঘটনার শিকার হয়ে ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।