চাঁদপুরে গণ অধিকার পরিষদের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৮

চাঁদপুর জেলার মানচিত্র

চাঁদপুরে গণ অধিকার পরিষদের কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিলে হামলার হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির গণ, যুব ও ছাত্র ইউনিটের আটজন নেতা-কর্মী আহত হয়েছেন। ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন। আহত ব্যক্তিরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

চাঁদপুরে বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতারা বলেন, আজ কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার মুক্তি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্বে দেন চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সংগঠক কাজী রাসেল, উমর সালমান, জেলা যুব অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হোসেন প্রমুখ নেতারা।

চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সংগঠক আশরাফুজ্জামান কাজী রাসেল বলেন, জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে যুব অধিকার, ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ নেন। শান্তিপূর্ণ সমাবেশের লক্ষ্যে তাঁরা শহরের ছায়াবাণী মোড় এলাকা থেকে মিছিল নিয়ে শপথ চত্বর এলাকায় সমাবেশস্থলে রওনা দেন। মিছিলটি মুক্তিযোদ্ধা সড়ক দিয়ে সিএনজিস্ট্যান্ডের সামনে গেলে সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী বিপরীত দিক থেকে আসা একটি মিছিল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে আটজন নেতা-কর্মী আহত হন।

হামলার অভিযোগ নাকচ করে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাকন গাজী বলেন, কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। যাঁরা বলেছেন, মিথ্যা বলেছেন।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি বা ঘটেছে বলেও আমার জানা নেই।’