বাউফলে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত

ছুরিকাঘাতপ্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে মো. জহিরুল ইসলাম (১৮) ও মো. সাব্বির হোসেন (১৮) নামের দুই কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ সোমবার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন স্থানীয় মো. তাবজিল (২০) ও মো. হানিফ (২০) নামের দুই বখাটে। এতে বাধা দেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জহিরুল ও সাব্বির। এ নিয়ে গতকাল রোববার কলেজে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে আজ সকালে কলেজে মহান বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে কলেজ মাঠে তাবজিল, হানিফসহ ১০-১২ জনের একটি দল ঢুকে জহিরুল ও সাব্বিরের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাত করে জহিরুল ও সাব্বিরকে আহত করা হয়। পরে আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বলেন, ‘বিষয়টি কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। এ ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।