সরকারের ত্রাণ ও পুনর্বাসন কাজে জনগণ সন্তুষ্ট নয়: বিএনপি নেতা এমরান সালেহ

ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শনিবার বিকেলে উপজেলার পুরাকান্দুলিয়ায়
ছবি: প্রথম আলো

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সরকারের ত্রাণ ও পুনর্বাসন কাজে জনগণ সন্তুষ্ট নয়। আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটে অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়। কিন্তু জনগণকে বাঁচাতে সরকারকে এগিয়ে আসতে হবে।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়ায় বন্যায় ফসলহারা কৃষকের মধ্যে রবিশস্যের বীজ বিতরণকালে এ কথাগুলো বলেন এমরান সালেহ। সাম্প্রতিক সময়ে ময়মনসিংহ অঞ্চলে বন্যায় সরকারি ত্রাণ তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

অনুষ্ঠানে এমরান সালেহ বলেন, বিএনপি সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। আওয়ামী লীগ জনগণের পরিবর্তে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছিল জনগণের পেটে লাথি মেরে। বিএনপি নিজেদের নয়, জনগণের ভাগ্য পরিবর্তন করবে। দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবে। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পল্লির জনগণের আর্থসামাজিক উন্নয়নে পল্লি রেশনিং ও ফ্যামিলি কার্ডের প্রচলন করবে এবং প্রত্যেক নাগরিকের জন্য একজন চিকিৎসক নির্দিষ্ট করে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করবে।

বিএনপি নেতা সোলায়মান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, আজহারুল ইসলাম, আনিসুর রহমান, মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।