বিএনপি নেতার সম্পত্তি দখলের অভিযোগ মিথ্যা দাবি করে অভিযোগকারীর সংবাদ সম্মেলন

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ মিথ্যা দাবি করে অভিযোগকারীর সংবাদ সম্মেলন। আজ বুধবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনেছবি: প্রথম আলো

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদের নামে সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ করেছেন বলে সংবাদ সম্মেলন করে স্বীকার করেছেন অভিযোগকারী মীর আহমদ আলী। আজ বুধবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে আহমদ আলী বলেন, চাঁদপুর জেলা বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক ইব্রাহীম কাজী জুয়েলকে দলীয় পদ থেকে ৪ ডিসেম্বর বহিষ্কার করা হয়। বিএনপির এই বহিষ্কৃত নেতার ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি এ অভিযোগ করেছেন। গত ৫ আগস্টের পর ওই বহিষ্কৃত নেতার কিছু লোক বিভিন্নভাবে তাঁকে (আহমেদ আলী) ও তাঁর পরিবারকে প্ররোচিত করেন। তাঁরা ভুক্তভোগী পরিবারকে ভুল বোঝান যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ দলীয় কার্যালয়ের জন্য তাঁদের সম্পত্তি দখল করতে চান। পরিবারটি সম্পত্তি রক্ষায় কোনো কিছু যাচাই–বাছাই না করেই তাঁদের দিকনির্দেশনায় মানববন্ধনসহ বিভিন্ন অভিযোগ করেন। পরে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পারেন।

সংবাদ সম্মেলনে আহমদ আলী আরও বরেন, তিনি তাঁর অনিচ্ছাকৃত ভুলের জন্য শেখ ফরিদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তাঁর এই ভুলের জন্য বিএনপি নেতৃবৃন্দ তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে ক্ষমা ও দুঃখপ্রকাশ করেন তিনি।

এর আগে ৬ ডিসেম্বর মীর আহমদ আলী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।