শরীয়তপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার যুবক কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায়।

ওই যুবকের নাম মাহাবুব মৃধা (৩৫)। তিনি জাজিরার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে মাহাবুব মৃধা স্থানীয় একটি নদীতে মাছ ধরতে যান। মাছ ধরতে যাওয়ার পথে গ্রামের পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে সঙ্গে নেন। পরে পাটখেতে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন মাহাবুব। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। সেই সঙ্গে স্থানীয় লোকজন মাহাবুবকে আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে বিষয়টি জানান। পরে জাজিরা থানা থেকে পুলিশ গিয়ে মাহাবুবকে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা গতকাল রাতে জাজিরা থানায় মাহাবুবের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে পুলিশ মাহাবুবকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠায়।

ভুক্তভোগী শিশুর বাবা প্রথম আলোকে বলেন, ‘মাহাবুব আমাদের এলাকায় নদীতে মাছ শিকার করত। তাই আমরা তাকে চিনতাম। সে আমার মেয়ের সঙ্গে এমন কাজ করবে, তা বুঝতে পারিনি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, অভিযুক্ত যুবককে প্রথমে আটক করা হয়েছে। পরে শিশুটির বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।