বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ১৩১ জন আক্রান্ত

ডেঙ্গুফাইল ছবি: বাসস

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪২। এ ছাড়া এক দিনে আক্রান্ত হয়েছেন ১৩১ জন, যা এক দিনে এ বছরে সর্বোচ্চ। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হেনোরা বেগম (৬৫) নামের একজন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও রুম্মান চৌধুরী (২৪) নামের একজন বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হেনোরা বেগম বরিশাল সদর উপজেলার কর্নকাঠি গ্রামের বাসিন্দা ও রুম্মান চৌধুরী বরগুনার বামনা উপজেলার বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩১ জন, যা এ বছরে ২৪ ঘণ্টার হিসাবে সর্বোচ্চ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি ৩২ জন রোগী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনজন করে পিরোজপুর ও বরগুনায় এবং দুজন করে ভোলা ও পটুয়াখালী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখন পর্যন্ত ঝালকাঠি জেলার কোনো হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যাননি। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫ হাজার ৭৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৮২ রোগী।