অটোরিকশা থেকে সড়কে নামতেই মাইক্রোবাসের ধাক্কা, নানি–নাতনির মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অটোরকিশা থেকে সড়কে নামার পরপরই মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টায় উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী এলাকায় আটোয়ারী-রুহিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদীঘি কোনপাড়া এলাকার মোছা. বেগম (৫৫) ও তাঁর নাতনি আয়েশা আক্তার (৫)। মোছা. বেগম বড়দাপ গোয়ালদীঘি কোনপাড়া এলাকার দুলাল উদ্দিনের স্ত্রী। আয়েশা আক্তার একই এলাকার সাবিরুল ইসলামের মেয়ে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাহেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেলে আটোয়ারী উপজেলা শহরের ফকিরগঞ্জ বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন মোছা. বেগম ও তাঁর নাতনি আয়েশা আক্তার। বাড়ির কাছাকাছি গিয়ে বড়দাপ গোয়ালদীঘি এলাকায় আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে দুজনই অটোরিকশা থেকে ডান পাশে সড়কে নামেন। এ সময় পেছন দিক থেকে আসা ঠাকুরগাঁওগামী একটি মাইক্রোবাস তাঁদের ধাক্কা দেয়। এতে নানি-নাতনি দুজনই সড়কের ওপর ছিটকে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে নানি-নাতনি দুজনকেই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে ঠাকুরগাঁও নেওয়ার পথেই নানি-নাতনি দুজনেরই মৃত্যু হয়। ঘটনার পরপরই মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে যান।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে গেছে। মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে।