চুয়াডাঙ্গায় জেলা কৃষক লীগের সভাপতিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতিগোলাম ফারুক জোয়ার্দ্দার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারকে (৫৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার বিকেলে দুর্বৃত্তরা মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ বাজারে প্রকাশ্যে হত্যা করে চলে যায়।

স্থানীয় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গোলাম ফারুক জোয়ার্দ্দার আজ বিকেল পাঁচটার দিকে বাজার থেকে বাড়ির জন্য কিছু ফল কেনেন। ফল কিনে মোটরসাইকেলে সরিষাডাঙ্গা গ্রামের বাড়িতে যাওয়ার সময় পথে দুর্বৃত্তরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে নীলমণিগঞ্জ মসজিদের ফটকের সামনে তাঁর গতি রোধ করে। এরপর তারা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে।

ধারালো অস্ত্রের আঘাতে কৃষক লীগের এই নেতার মাথা, কপাল, ঘাড় ও কোমরে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সদর উপজেলার বোয়ালমারী গ্রামে তিনি মারা যান।
নীলমণিগঞ্জ বাজারের কয়েকজন বলেন, কবিখালী গ্রামের একজন মাংস বিক্রেতার নেতৃত্বে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছেন।

তাঁদের ভাষ্যমতে, চেয়ারম্যান থাকাকালীন গোলাম ফারুক জোয়ার্দ্দার কবিখালী গ্রামের ওই মাংস বিক্রেতাকে জরিমানা ও শাস্তি দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তারই প্রতিশোধ হিসেবে আজ বিকেলে এই হামলা চালানো হয়। যা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে।

জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা সাবেক এই চেয়ারম্যানের হত্যার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হবে।