রংপুরে আপত্তির মুখে তথ্য মেলা থেকে সরানো হলো মুজিব বর্ষের লিফলেট

রংপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা। আজ রোববার বিকেলে নগরের পাবলিক লাইব্রেরি মাঠেছবি: প্রথম আলো

রংপুরে আয়োজিত তথ্য মেলায় সরকারি চারটি দপ্তরের স্টলে মুজিব বর্ষের লিফলেট ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য–সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। এসব লিফলেট ছড়িয়ে পড়লে আজ রোববার বিকেলে মেলায় এসে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা। পরে স্টল থেকে এসব লিফলেট সরিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে জেলা প্রশাসন।

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে দুই দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। আজ বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। মেলায় রংপুর বিভাগের ৩৩টি সরকারি দপ্তর ও দুটি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তথ্য মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি, জেলা মৎস্য দপ্তর, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে মুজিব বর্ষের লিফলেট ও শেখ হাসিনার বক্তব্য–সংবলিত লিফলেট রাখা হয়। মেলা উদ্বোধনের পর তা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি প্রকাশ পেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা মেলায় এসে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তী সময়ে এসব স্টল থেকে লিফলেটগুলো সরিয়ে ফেলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাণী প্রচার করে জুলাই গণ–অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের স্টলে দায়িত্বপ্রাপ্ত ও পীরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার আলী প্রথম আলোকে বলেন, ভুলবশত এসব লিফলেট আনা হয়েছে।

বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে রংপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা এনামুল হক বলেন, ‘বিষয়টি জানার পর আমরা সরিয়ে ফেলেছি।’

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল মেলায় উপস্থিত সাংবাদিকদের বলেন, তিনি জানার পর সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ডেকে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।