গাজীপুরে কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬ জন শঙ্কামুক্ত, মামলা হয়নি

বিস্ফোরণের পর কারখানার বেশ কিছু যন্ত্র ও কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। বুধবার দুপুরে গাজীপুরের ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড কারখানায়ছবি: প্রথম আলো

গাজীপুর নগরের ধীরাশ্রম ভারারুল এলাকার একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চীনের নাগরিকসহ আহত সাতজনের মধ্যে ছয়জনই শঙ্কামুক্ত। তবে চীনের নাগরিকের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও কোনো মামলা হয়নি।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, তাঁদের হাসপাতালে ভর্তি হওয়া সবাই শঙ্কামুক্ত। তবে চীনের নাগরিক যিনি ছিলেন, তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর নগরের ধীরাশ্রম ভারারুল এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামে এটি নতুন কারখানা করা হয়েছে। কারখানাটিতে বিভিন্ন মুঠোফোন অপারেটরের সিমকার্ড ও ব্যাংকের ডেবিট কার্ডও তৈরি হচ্ছে। কারখানায় বিভিন্ন যন্ত্র স্থাপনের কাজ চলমান। গতকাল বুধবার দুপুরে একটি নতুন যন্ত্র স্থাপনের জন্য চীনের প্রকৌশলীসহ দেশের সাত-আটজন শ্রমিক কাজ করছিলেন। সেখানে নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডার দিয়ে কাজ করার সময় হঠাৎ একটি গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রকৌশলী লিখন মিয়ার মৃত্যু হয়।

সেখানে থাকা আরও ছয়জন শ্রমিক ও একজন চীনের প্রকৌশলী আহত হন। এ ছাড়া এতে কারখানার কিছু যন্ত্র ও কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চীনের নাগরিক লু ইয়েকিয়াংকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম আযম বলেন, চীনের নাগরিকের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা নিহত ব্যক্তির পরিবারকে সব রকমের সহযোগিতা করবেন। সেই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসা করা হচ্ছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তির পরিবার এখনো থানায় আসেনি। তবে নিহত ব্যক্তির মায়ের সঙ্গে কথা হয়েছে, তিনি থানায় আসবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন