বিশ্রামের সময় রেললাইনে ঘুমিয়ে পড়েন শ্রমিক, ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় রেললাইনে বিশ্রাম নেওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বুধবার দুপুরে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনসংলগ্ন আশারামপুর এলাকার রেললাইন থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া ওই শ্রমিকের নাম মো. রাহাত আলী (২২)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওকূড় গ্রামের আইজার রহমানের ছেলে। তিনি নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি ২–এর আওতায় একটি প্রকল্পের ঠিকাদার নিযুক্ত শ্রমিক ছিলেন।

সহকর্মী শ্রমিক ও রেলওয়ে পুলিশ সূত্র বলছে, অন্যান্য দিনের মতো আজ সকাল থেকেই নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আশারামপুরে (রেললাইনের পাশে) পল্লীবিদ্যুতের খুঁটি স্থাপন করছিলেন শ্রমিকেরা। কাজের এক পর্যায়ে বেলা ১১টার দিকে রাহাত আলী ক্লান্ত হয়ে একটি কাঁঠালগাছের পাশে রেললাইনে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি দূর থেকেই বেশ কয়েকবার হুইসেল দিলেও উঠছিলেন না রাহাত। সহকর্মী শ্রমিকেরা রেললাইনে পৌঁছানোর আগেই ওই ট্রেনের চাকায় কাটা পড়ে পেট থেকে দ্বিখণ্ডিত হয়ে যায় রাহাতের দেহ। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে বেলা দেড়টায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিক রাহাত আলীর লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ফাঁড়িতে নিয়ে আসেন। এর মধ্যে রাহাতের পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর জেনেছেন। তাঁরা আসার পরই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

রাহাত আলীর সহকর্মী শ্রমিকদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ওই শ্রমিক রেললাইনে ঘুমিয়ে পড়েছিলেন। আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।